সংবাদ শিরোনাম :
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা আমার-আপনার সবার মধ্যে যদি পরি বর্তন না হয়, তাহলে  কি দেশ পরিবর্তন হবে? : স্বাস্থ্য উপদেস্টার প্রশ্ন
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে?

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে?

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ফের পাশা, কাবিলা, হাবু ভাইদের নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক কাজল আরিফিন অমি। আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আর এ খবর প্রকাশ হতেই সিজনটির মুক্তির প্রহর গুণছেন দর্শকেরা। ইতোমধ্যে শুরু হয়েছে এর শুটিং; কিছুদিনের মধ্যে আসবে প্রচারে।

সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা।

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। তবে প্রশ্ন রয়েছে, চরিত্রগুলো কি আগের রূপেই থাকবে?

সম্প্রতি ধারাবাহিকটির এ সকল চরিত্র নিয়ে নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি গণমাধ্যমে বলেন, ‘সবাই কিছুটা ম্যাচিউর হয়েছে। কিন্তু মানুষ তার চরিত্রের বৈশিষ্ঠ্য সত্যিটা মুছে ফেলতে পারে না। হয়তো বা পারিপার্শ্বিক অনেক কিছু চেইঞ্জ হয় কিন্তু মানুষের ভিতরের একান্ত অনুভূতি বা ব্যক্তিসত্ত্বা থেকেই যায়।’

অন্যান্য চরিত্রের মতো ‘ব্যাচেলর পয়েন্ট’র তুমুল চরিত্র হচ্ছে রোকেয়া, যিনি কাবিলার গার্লফ্রেন্ড। রোকেয়া চরিত্রের বিশেষত্ব হচ্ছে, তাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। তবে নতুন সিজনে দেখা যাবে কি না, সে প্রসঙ্গে মুখ খোলেন অমি।

পরিচালকের কথায়, ‘রোকেয়াকে দেখা যাবে কিনা সেটা সিজন ৫ দেখলে বোঝা যাবে। আসলে রোকেয়াকে আমি নিজেও এখনও দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবে। মানে রোকেয়া হিসেবে কাকে নেওয়া যায় আরকি।

কাজল আরেফিন অমি আরও বলেন, ‘এখনও জানি না রোকেয়াকে সামনে কীভাবে দেখাবো। তবে অবশ্যই আমি দর্শকদের সামনে রোকেয়াকে আনব।’

জানা গেছে, জনপ্রিয় এই সিরিয়ালটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে। এ উপলক্ষ্যে সম্প্রতি চ্যানেল আইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন পরিচালক কাজল আরেফিন অমি।

বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com