স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
টিটিনাস শনাক্ত হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ড থেকে সকল রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আগামী ৩ দিন আইসিইউ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল থেকে প্রয়োজনীয় সরাঞ্জাম স্থাপন শেষে তাদের নিচ তলায় জরুরি বিভাগের পাশে লাইফ সপোর্ট সুবিধাসহ অস্থায়ী আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টায় দ্বিতীয় তলার আইসিইউ থেকে সব শেষ রোগীকে সরিয়ে নেয়া হয়। বন্ধ ঘোষণার পরও সোমবার (২৩ জুন) রাত ১১টা পর্যন্ত তিনজন রোগী লাইফ সাপোর্টে ছিলেন ওই আইসিইউতে। কারণ তাদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ করছিল কর্তৃপক্ষ। তারা হলেন- পীরগাছার চৌধুরানীর রুহুল কুদ্দুস, কাউনিয়ার হারাগাছের নজর আলী এবং লালমনিরহাটের বিশাল আহমেদ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল থেকে প্রয়োজনীয় সরাঞ্জাম স্থাপন শেষে তাদের নিচ তলায় জরুরি বিভাগের পাশে লাইফ সপোর্ট সুবিধাসহ অস্থায়ী আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ওই স্থানে করোনা রোগীর জন্য আইসিইউ, ইউএসডি সুবিধাসহ একটি করোনা বিশেষায়িত ইউনিট প্রস্তুতির কাজ চলছিল।
সোমবার দুপুরে আইসিইউতে এক রোগীর টিটিনাস শনাক্ত হওয়া মাত্রই আইসিইউ এর কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সাথে সাথে টিটিনাস শনাক্ত হওয়া রোগীকে আইসোলেশন সেন্টারে নেয়া হয়। পরে আরো পাঁচজন রোগীকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তাদের অবস্থা ভালো ছিল। যে ওয়ার্ড থেকে আইসিইউতে আনা হয়েছিল সেই ওয়ার্ডেই তাদের স্থানান্তর করা হয়।
আইসিইউ পরিস্কার করতে ৩-৪ দিন সময় লাগবে, সে পর্যন্ত আইসিইউ সেবা বন্ধ থাকবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানায় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে হাসাপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আইসিইউতে একজন রোগীরর টিটিনাস সাসপেক্ট হওয়ায় আমরা অধিকতর সতর্কতা হিসেবে ছয়জন রোগীকে বিভিন্ন ওয়ার্ডে রাতেই স্থানান্তর করি। আজ দিনের বেলা লাইফ সাপোর্টে থাকা তিনজনকে লাইফ সাপোর্ট দিয়েই নিচে বিশেষায়িত করোনা ইউনিটের জন্য প্রস্তুত ওয়ার্ডে স্থানান্তর করি। সেখানে আইসিইউ, ইউএসডিসহ সব সুবিধা আছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।