আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলেছে, “ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান আজ দুবাই এয়ার শোতে উড়ার কসরত দেখানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় পাইলট গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়। বিমানবাহিনী পাইলটের মৃত্যুতে গভীর শোক এবং এমন পরিস্থিতিতে তার পরিবারের পাশে রয়েছে। বিধ্বস্তের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
এক আসনের হালকা এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। তাদের তৈরি এ যুদ্ধবিমানটি শুক্রবার (২১ নভেম্বর) দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এক দর্শকের ক্যামেরায় বিমান বিধ্বস্তের পুরো ঘটনা ধরা পড়েছে। দেখা যাচ্ছে, বিমানটি প্রচণ্ড বেগে এগিয়ে আসছে। হঠাৎ করে এটি মাটির দিকে নেমে যেতে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এটি আছড়ে পড়ে। তখন পুরো বিমানটিতে আগুন ধরে যায়।
সূত্র: এনডিটিভি
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।