স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।
ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় প্রকৌশল অধিকার আন্দোলন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদযোগে ক্যাম্পাসের তৃতীয় ভবন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান গেটে এসে শেষ হয়। সেখানে সমাবেশে করেন তারা। পরে বিক্ষোভটি শহীদ আবু সাঈদ চত্বর ও হেট হয়ে আবারও টিপ্রল ই বিভাগে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিলটি শুরু হলেও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এই মুহুর্তেতুমি কে আমি কে প্রকৌশলী প্রকৌশলী, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এক দুই তিন চারসহ বিভিন্ন শ্লোগান দেন। বক্তারা বলেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা।
এসময় বক্তকব্য রাখেন ট্রিপল ই বিভাগের ১১ তম ব্যাচের আশিকুর রহমান আশিক, ১২ তম ব্যাচের মাহফুজুল ইসলাম ও আহমেদুজ্জামান রাফি, ১৪ ব্যাচের রিফাত রাফি প্রমুখ।
এসময় তারা বলেন, প্রথম ও নবম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড উম্মু্তরকরণ, বিএসসি ছাড়া কোন ইঞ্জিনিয়ারিং পদবী নয় দাবি মেনে নেয়া না পর্যন্ত আন্দোলন চলবে
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।