স্টাফ করেসপন্ডেন্ট, পাবনা ।। বাতায়ন২৪ডটকম।।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাবনায় শুরু হয়েছে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বির সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সাঁথিয়া উপজেলার নূরদহ আনসার ও ভিডিপি ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের সদস্য, ভাতাভোগী সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি আমাদের অর্থনৈতিক ভিত্তিকেও মজবুত করে। একটি ফলদ গাছ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হতে পারে। তেমনি, বনজ ও ঔষধি গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। তিনি বলেন, আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, দেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচি তারই একটি বড় উদাহরণ।
তিনি আরও বলেন, আমাদের এই প্রয়াস যেন শুধু চারা রোপণেই সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিটি চারা গাছের চারা সন্তানের মত আদর যত্ন করে ও সঠিক পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার। তিনি উপস্থিত সবাই কে অধিক পরিমান বৃক্ষ রোপণ ও চারা গুলো পরিচর্যার পরামর্শ দেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে এই কর্মসূচির প্রশংসা করে বলেন, “আনসার ও ভিডিপির এমন জন কল্যাণ মূলক উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এই কর্মসূচি শুধু পাবনার সাঁথিয়াতেই নয়, সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। আমাদের গ্রাম ও শহরকে বাসযোগ্য করে তুলতে হলে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই।”
তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান যেন তারাও নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে এই মহৎ কাজে শামিল হন। স্থানীয় ব্যক্তিবর্গরা বলেন, “আনসার ও ভিডিপির এই কর্মসূচি কেবল বৃক্ষরোপণ নয়, এটি জনসচেতনতা বৃদ্ধিরও একটি বড় প্ল্যাটফর্ম। আমরা আশা করি, এই চারাগুলো যত্ন সহকারে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে একটি সবুজে ভরা নূরদহ গঠনে ভূমিকা রাখবে। আমরা স্থানীয়ভাবে এই কার্যক্রমকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।অনুষ্ঠানে আনসার-ভিডিপি ক্লাবের সদস্যরা জানান, তারা রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রমাণ করে যে আনসার ও ভিডিপি শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীই নয়, বরং দেশের সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।কর্মসূচিতে সাঁথিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, জেলা আনসার অফিসের অন্য কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসার ভিডিপি সদস্য, ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণির মানুষসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
বাতায়ন২৪ডটকম/মেমোহি