সংবাদ শিরোনাম :
রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর মোস্তফা কামাল ও পুলিশের এসআই দুলালের বাড়ি ও সম্পদ ক্রোক করলো দুদক  ‘‘যুক্তি দেখান ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না? ” (ভিডিওসহ) রংপুরে উপদেস্টা ফরিদার উপস্থিতিতে  প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি নিয়ে তোলপাড় জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির লালন  শিল্পী ফরিদা পারভীন ও পারে চলে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার স্ত্রীর পরিকল্পনাতে যুবদল নেতা শামীম খুন নায়েককে চড় মেরে নিজেই কেঁদেছিলেন কাজল পাবর্তীপুরে রেলওয়ের জমি লীজ নিয়ে বিরোধ: ওসির অপসারনের বিক্ষোভ, অবরোধ রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ 
ফাঁস দিতিপ্রিয়ার সঙ্গে আপত্তিকর কথোপকথন!

ফাঁস দিতিপ্রিয়ার সঙ্গে আপত্তিকর কথোপকথন!

স্টাফ করেসপন্ডেন্ট।। বাতায়ন ২৪ডটকম।।

অভিনেত্রী অভিযোগ করেছিলেন, সহ-অভিনেতা জীতু কমল নাকি তাঁর সঙ্গে আপত্তিকর কথা বলেছেন। এ বার দিতিপ্রিয়ার সঙ্গে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনলেন জীতু। পাশপাশি দিতিপ্রিয়াকে মার্জনা করার আবেদনও করেন।

সম্প্রতি সহ-অভিনেতা জীতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে তাঁদের সমীকরণ নিয়ে ফিসফাস ছিলই। সোমবার রাতেই সমাজমাধ্যমের পাতায় বিস্ফোরণ ঘটান দিতিপ্রিয়া। অভিনেত্রী জানান, রাত-বিরেতে সহ-অভিনেতা নানা ধরনের মেসেজে বিব্রত করেন তাঁকে। প্রথমে সবই নিছক মজা মনে হয়েছিল। কিন্তু পরে তা অস্বস্তিতে ফেলে। অভিনেত্রী লেখেন, “আমি এত দিন চুপ ছিলাম। কারণ এ সব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে, কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে।”

বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com