সংবাদ শিরোনাম :
নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে, রংপুরে জামায়াতের জনসভায়: ডাঃ শফিকুর রহমান রংপুরে জামায়াতের: নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় রংপুরে জামায়াতের জনসভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টির শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত বিহারী ক্যাম্পে মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি ৩রা জুলাই দিনের কার্যক্রম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সাদুল্যাপুর অতিক্রম করে গাইবান্ধায় প্রবেশ করছে। জাতীয় নাগরিক পার্টি এখন পদযাত্রা মাদারগঞ্জে  জুলাই বিপ্লব একটি দলের পরিবর্তনের জন্য ছিল না,  ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
রংপুরে জামায়াতের: নিচ্ছিদ্র নিরাপত্তাবলয়

রংপুরে জামায়াতের: নিচ্ছিদ্র নিরাপত্তাবলয়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা ৩ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভা। জনসভাকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

শুক্রবার (৪জুলাই) ফজরের নামাজের পর থেকেই জিলা স্কুল মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

 রংপুর মহানগর ‍পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান,  যেহেতু দীর্ঘ ১৭ বছর পর জামায়াত একটি জনসভা করছে। সেকারণে এখানে বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত হবে। বিষয়টি মাথায় রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বন্দোবস্ত করেছি আমরা। পোশাকী-অপোশাকী মহানগর পুলিশ ছাড়াও পুরো নগরীতে শতাধিক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী বাড়তি টহল দিচ্ছে।

 মহানগর ‍পুলিশ কমিশনার জানান, আমরা জামায়াতের সাথে নিরাপত্তা এবং যানজটের বিষয়টি নিয়ে সমন্বয় মিটিং করেছি। তারা আমাদের পরামর্শগুলো শুনেছেন। আশাকরি সএকটি সুন্দর সুশৃঙখল মিটিং হবে। নগরীতে যাতে যানজট তৈরি না হয় সেজন্য নগরীতে যাতে যানজট তৈরি না হয় সেজন্য পশ্চিম-উত্তরপ্রান্তে টার্মিনাল, সিও বাজার এলাকার জিয়া হোস্টেল মাঠ এবং পূর্ব প্রান্তে খাসবাগ মাঠে গাড়ি পাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গাড়ি পার্কিংয়ের পর নেতাকর্মীরা মাঠের দিকে হেটে আসবেন বলে জানান ‍পুলিশের এই কর্মকর্তা।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com