স্টাফ করেসপনডেন্ট, আন্তর্জাতিক।। বাতায়ন২৪ডটকম।।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২২ অক্টোবর) ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।
ক্লিচকো জানান, দিনিপ্রো জেলা এলাকায় একটি ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ১০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে। দারনিতস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরেকটি ভবনে। সেখানকার আরও দুটি ভবনে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, ভোরে অন্তত চারটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু ভবনের কাঁচ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে। রাজধানীর বাইরে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রাতে ড্রোন হামলায় রেল অবকাঠামো এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার বলেন, ইজমাইল শহরে ড্রোন হামলায় জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি হয়েছে।
একই সময় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়।
এই হামলাগুলোর সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানাচ্ছেন, যাতে রাশিয়ার ভেতরে আরও গভীর এলাকায় হামলা চালিয়ে যুদ্ধবিরতির আলোচনায় কৌশলগত সুবিধা পাওয়া যায়।
ট্রাম্প বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় তিনি মত পরিবর্তন করেন।
এর একদিন আগেই ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আকস্মিক ফোনালাপ হয়। ওই ফোনালাপে তারা বৈঠকে বসার ব্যাপারে সম্মত হলেও, মঙ্গলবার উভয়পক্ষের কর্মকর্তারা জানান, সে বৈঠক আপাতত হচ্ছে না।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কোনো ফলহীন বৈঠক করতে চাই না… দেখা যাক কী হয়।
সূত্র: আলজাজিরা, রয়টার্স
বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।