সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ রংপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব জুয়েলের অকাল মৃত্যে বিভিন্ন মহলের শোক রংপুর উইমেন চেম্বারের অভিষেক ও শপথ গ্রহণ শাপলা ছাড়া নির্বাচন করবে না এনসিপি: নাহিদ ইসলাম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান   বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে : আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

স্টাফ করেসপনডেন্ট, আন্তর্জাতিক।। বাতায়ন২৪ডটকম।।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২২ অক্টোবর) ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।

কিয়েভের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাতের রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ভবনটি পরে ধসে পড়ে, সেখান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন ওই ভবনটির বাসিন্দা ছিলেন।

ক্লিচকো জানান, দিনিপ্রো জেলা এলাকায় একটি ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ১০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে। দারনিতস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরেকটি ভবনে। সেখানকার আরও দুটি ভবনে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ভোরে অন্তত চারটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু ভবনের কাঁচ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে। রাজধানীর বাইরে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রাতে ড্রোন হামলায় রেল অবকাঠামো এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার বলেন, ইজমাইল শহরে ড্রোন হামলায় জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি হয়েছে।

একই সময় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়।

এই হামলাগুলোর সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানাচ্ছেন, যাতে রাশিয়ার ভেতরে আরও গভীর এলাকায় হামলা চালিয়ে যুদ্ধবিরতির আলোচনায় কৌশলগত সুবিধা পাওয়া যায়।

ট্রাম্প বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় তিনি মত পরিবর্তন করেন।

এর একদিন আগেই ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আকস্মিক ফোনালাপ হয়। ওই ফোনালাপে তারা বৈঠকে বসার ব্যাপারে সম্মত হলেও, মঙ্গলবার উভয়পক্ষের কর্মকর্তারা জানান, সে বৈঠক আপাতত হচ্ছে না।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কোনো ফলহীন বৈঠক করতে চাই না… দেখা যাক কী হয়।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com