সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ রংপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব জুয়েলের অকাল মৃত্যে বিভিন্ন মহলের শোক রংপুর উইমেন চেম্বারের অভিষেক ও শপথ গ্রহণ শাপলা ছাড়া নির্বাচন করবে না এনসিপি: নাহিদ ইসলাম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান   বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে : আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান  

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান  

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’–এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) আবু জাফর। জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

ভিডিও দেকুন

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F832441896009198%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করা হলেও নানাবিধ কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।

সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখ করে আবু জাফর বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়াভাবে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তা সংস্কারের পরেও দুর্ঘটনা না কমার প্রসঙ্গে তিনি বলেন, ধীর ও দ্রুত গতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা থাকলেও অনেক সময় চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্য ও আহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সংশ্লিষ্ট সকলকে সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষ আহত ও নিহত হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিংয়ের মানসিকতা, সাধারণ মানুষের ওভারব্রিজ ব্যবহারে অনাগ্রহ, ট্রাফিক আইন না মানার প্রবণতাকে তিনি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করেন। হেলমেট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতি এড়াতে বাইক চালকদের অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। দ্রুত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে তাড়াহুড়ো ও অস্থিরতার মানসিকতা পরিহার করে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মারুফ আহমেদ, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়নাল আবেদীন, রংপুর জেলা পরিবহণ মালিক সমিতির প্রতিনিধি অসীম বারী, জেলা পরিবহণ শ্রমিক সমিতির প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শফিকুল আলম সরকার। সভা শেষে মোটরবাইক চালকদের মাঝে ১০০ (একশত)টি হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা রংপুর জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com