সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
রংপুরে জমি সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীকে মারপিট:গুরুতর জখম

রংপুরে জমি সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীকে মারপিট:গুরুতর জখম

রংপুরে জমি সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীকে মারপিট:গুরুতর জখম

স্টাফ করসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন ২৪ডটকম

রংপুরের গংগাচড়ায় জমি সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে।

শুক্রবার ৬ জুন রংপুরের গংগাচড়া উপজেলায় দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সুনিল চন্দ্র (৪৮) ও অনিকা (৩৯) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

অভিযোগকারী আহত চা বিক্রেতা সুনিল চন্দ্র বলেন, ৪০ ও ৬২ এর রোকডিয় মালিকানা সুত্রে পৈত্রিক সম্পত্তি প্রাপ্ত হয়ে ১৪ শতক জমি উপর ঘর-বাড়ি নির্মান করে বসবাস করে আসছি।

৬ জুন শুক্রবার সকাল ১১টায় এলাকার প্রতিপক্ষ উপিন চন্দ্র্র গং এর লোকেরা লাঠি সোটা নিয়ে এসে আমার ভোগদলিয় সম্পত্তি দখলের চেষ্টা চালায় এবং তাদের লোকেরা আমাকে ও আমার স্ত্রীকে এলোপাতারী মারপিট করে গুরুতর রকম করে ।

এছাড়া তারা পাথর গরম করে আমাদের দুইজনের শরীরের বিভিন্ন স্থানে স্যাকা দেয়। তাদের এই নির্মম অত্যাচার দেখে এলাকাবাসী ছুটে আসলে তার পালিয়ে যায়।

এ সময় এলাকাবাসী আহত অবস্থায় আমাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করায়।

এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগির পরিবারের লোকেরা। এ বিষয়ে গংগাচড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com