তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার

তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ করেনপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আজ ১০ জুন মঙ্গলবার রংপুর তিস্তা সেচ ক্যানেল থেকে এক নারীর লাশ উদ্ধারতিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার।

এদিকে রংপুর সদর কোতয়ালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮ টার দিকে তারা স্থানীয়দের মাধ্যমে খবর পান সদর উপজেলার মমিনপুরের ডাঙ্গাপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের মাঝখানে ভাসমান অবস্থায় থাকা একটি লাশ। পরে আমরা গিয়ে লাশ উদ্ধিার করি। তার পরিচয় জানা যায়নি তাৎক্ষণিকভাবে। তার পড়নে ছিল লাল ফোটার একটি ম্যাক্সি। একটি ব্যাগও পাওয়া যায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় সনাক্তে চেস্টা চলছে।করেছে ‍সদর কোতয়ালী থানা পুলিশ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com