স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ দ্বি-বাষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কর্মকর্তা ও পরিচালকবৃন্দুদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু।
রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুর হোসেন, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলী আসাদ, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রংপুরের নারীরা আজ ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও নেতৃত্বের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্ব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।