সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার আশা, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প একনেক সভায় অনুমোদন তারেক রহমানের ৩১ দফা নিয়ে রংপুর-৩ আসনে ছুটছেন বিএনপি নেতা সামু আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি কারমাইকেল কলেজে দীপাবলির নান্দনিক উৎসব  সাঘাটা মহিলা দলের সভানেত্রী মিষ্টিকে ঘিরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় জিডি শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা  মুখোমুখি দাড় করিয়ে পতন ঘটিয়েছে: সারজিস আলম বিমানবন্দরের অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ৯টা থেকে ফ্লাইট শুরু রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা
তারেক রহমানের ৩১ দফা নিয়ে রংপুর-৩ আসনে ছুটছেন বিএনপি নেতা সামু

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রংপুর-৩ আসনে ছুটছেন বিএনপি নেতা সামু

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত এবং উন্নয়নের বার্তা ও দলের দিকনির্দেশনা পৌঁছে দিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন রংপুর সদর-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনের হাট, বাজার, পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির রংপুরের এই বর্ষীয়ান নেতা। তিনি ভোটারদের কাছ থেকে শুনছেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা, সেই সঙ্গে তুলে ধরছেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, একটি উন্নত, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ও তার ঘোষিত সমৃদ্ধ রংপুর গড়ার কথা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রংপুর নগরীর ২৯ নং ওয়ার্ডের মাহিগঞ্জ আমতলা বাজার, ৩৩ নং ওয়ার্ডের জোড়ইন্দা, শরেয়ারতল, মেকুড়া বাজার, হোসেন নগর, রঘু বাজার, মুদিখানা, ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ, সরেয়ারতল শাহী বাজারসহ বিভিন্ন এলাকায় ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এর আগে গত রোববার ও সোমবার নগরীর লালবাগ, পার্কের মোড়, চকবাজার, মর্ডাণ মোড়, দর্শনা, স্টেশন বাজার, ঘোড়াপীর মাজার মোড়, দরদী মোড়, রেলগেট, বাবুপাড়া, মাহিগঞ্জ ও সাতমাথাসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ কর্মসূচী পালন করেন।

এসময় বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, ‘আমার লক্ষ্য একটাই, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও উন্নয়ন পুনরুদ্ধারে রংপুর-৩ আসনের জনগণকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করা। বিএনপি জনগণের দল, জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে ও মাঠে আছি, থাকব। তিনি আরো বলেন, ‘৩১ দফার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তার এই তৃণমূল কার্যক্রমে দলের মহানগর থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা পাশে রয়েছেন।

গণসংযোগ কর্মসূচীতে তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, সহকারি অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন, জামিল খান, রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, এ্যাড.রুবেল, আব্দুস সালাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স,২২নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ১৫ নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, ৩৩ নং ওয়ার্ড সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক  আশরাফুল আলম তমাল, অরুপ রাজ, ও অনীক, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না, ছাত্রদল নেতা ইমরান, সিয়ামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাতায়ন২৪ডটকম।।হারুর অর রশিদ সোহেল। হিমেল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com