স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলীর নান্দনিক আলোর উৎসব।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মন্দির প্রাঙ্গণে স্থাপিত কলার গাছে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি অনুষ্ঠানের উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান। এরপরই পুরো মন্দির ক্যাম্পাস জুড়ে দীপাবলীর আলো ফুটে ওঠে। ছোট্ট মাটির পাত্রে তিলের তেলের মধ্যে সলতের মধ্যে দেয়া হয় আগুন। আলোকিত হয়ে ওঠে দুইপাশ। শত শত পুরুষ ও নারী পূজারী অংশ নেন দীপাবলি উৎসবে। ফোটানো হয় শত শত আলোর ফানুস।উৎসবে মেতে ওঠেন পুজারীরা।
এর আগে কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু করে মন্দির পর্যন্ত এলাকায় দীপাবলীর আলো জ্বালিয়ে দেন আয়োজকরা। বিভিন্ন ভবনেও দেয়া হয় দীপাবলীর আলো।
অংশ নিয়ে পূজারী দীপিকা বালা জানালেন, সকল অন্ধকার থেকে আলোর পথে যাত্রাই দীপাবলীর বার্তা। সেই প্রার্থনাই তারা করেছেন মায়ের কাছে।
আয়োজক কমিটির প্রধান প্রফেসর উজ্জ্বল সাহা জানান, ৫ হাজার প্রদীপ জ্বালানো হয়েছে দীপাবলীর অনুষ্ঠানে। আলোর ফানুস অর্থাৎ আতশবাজি ছিল একশটির উপরে। পূজারীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে দীপাবলি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমাদের বার্তা একটাই সমাজ এবং রাষ্ট্র থেকে দূর হয়ে যাক সব অন্ধকার।
কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান জানান, দীপাবলি শুধু হিন্দু ধর্মাবলম্বীদেরই অনুষ্ঠান নয়। এই দীপাবলীর মাধ্যমে আলোর প্রদীপ জ্বালিয়ে সকল ধরনের অন্ধকার দূরীকরণের বার্তা আমরা পাই।
অনুষ্ঠানের উদ্বোধক কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, বর্ণ, উন্নয়ন সবক্ষেত্র থেকে অন্ধকার ভেদ করে আলোর প্রজ্জলনই দীপাবলির উদ্দেশ্য।
বাতায়ন২৪ডটকম।।হারুর অর রশিদ বাবু। মাজহার