সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ রংপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব জুয়েলের অকাল মৃত্যে বিভিন্ন মহলের শোক রংপুর উইমেন চেম্বারের অভিষেক ও শপথ গ্রহণ শাপলা ছাড়া নির্বাচন করবে না এনসিপি: নাহিদ ইসলাম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান   বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে : আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে রংপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুরের জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ রবিউল ফয়সাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম। রংপুর জেলাপ্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্‌বোধনী বক্তব্যে জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বলেন, এই টুর্নামেন্ট রংপুর অঞ্চলের ক্রীড়াঙ্গনে নবযাত্রার সূচনার পাশাপাশি দেশব্যাপী ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উদ্‌বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়নাল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে. এম রেইদওয়ানুল বারী জিয়ন প্রমুখ।

উল্লেখ্য, আটটি দলের টুর্নামেন্টে দুইটি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। উদ্‌বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কিংসম্যান ও গাজীপুর ক্রিকেট একাডেমি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com