স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
রংপুর-৩ আসনের আওতাধীন সিটি করপোরেশনের ওয়ার্ড সমুহের বিএনপি নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। বুধবার বিকেলে নগরীর রবাটসনগঞ্জ হাইস্কুল ও কলেজ মাঠে আয়োজিত উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় আয়োজন করেন তিনি।
এসময় সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন রংপুর ৩ আসনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার মনোনয়নের মাধ্যমে ত্যাগের মূল্যায়ন হয়েছে। এতে আমার যে দলের নেতাকর্মী,ব্যবসায়ী, জেলে, কামার-কুমার, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে। তারা মনে করছে আমাকে নির্বাচিত করলেই ধানের শীষের ভোট দিলে রংপুরের সার্বিক উন্নয়ন হবে।
তিনি বলেন,আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ মেনে রাজনীতি করি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করি তাদের অবশ্যই দলের নীতি আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না। ভুল পথে যাবো না। যে ভাইয়েরা বিভ্রান্ত হয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত না মেনে চলছেন, সেইসব ভাইদের বলবো আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই, কোন দ্বন্দ্ব নেই, দল এবার আমাকে মূল্যায়ন করেছে, আগামীতে আপনাদের করবে। তাই আসুন মতবিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের পক্ষে কাজ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করি, তারেক রহমানের পক্ষে কাজ করি,ধানের শীষের পক্ষে কাজ করি। সর্বোপরি রংপুরের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করি।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমি বিএনপি’র কোন কর্মী সমর্থক, নেতাকর্মী, কাউকে বাইরে রেখে নির্বাচন করতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সাথে নিয়ে মাঠে কাজ করতে চাই। এতে রংপুর-৩ আসন তারেক রহমানকে উপহার দিতে পারবো। আমি নির্বাচিত হলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, রংপুরের পরিবর্তন হবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বিএনপি সরকার। এজন্য সবাই আমাকে পরামর্শ দিবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার সাথে থাকবেন।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুল ইসলাম শাহীন এবং সদস্য আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, মহানগর বিএনপির সদস্য জামিল খান, শামসুদ্দোহা সাজু, মির্জা বাবর বাবলু, এডভোকেট রুবেল,আবেদ আলী, আশফাকুল বসুনিয়া আজাদ, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম, রাকিবুল আজাদ, সিটির সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মজিবর রহমান, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ লাবলু লেবু, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফললুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মুকুল, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাফিজার রহমান বিপু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, বিএনপি নেতা নাসিম উদ্দীন সিদ্দিকী,১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ৩৩ নং বিএনপি সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া,১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এসময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদ মুরাদ নান্নু, মহানগর ছাতদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, আশরাফুল ইসলাম তমাল, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দীন, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
মতবিনিময় সভায় রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন হাজার নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন। বক্তরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে সামসুজ্জামান সামুর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রহিম উদ্দীন ভরসা,মহানগর বিএনপির প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ প্রয়াত সকল নেতার স্মৃতিচারণ ও দোয়া করা হয়।