সংবাদ শিরোনাম :
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা আমার-আপনার সবার মধ্যে যদি পরি বর্তন না হয়, তাহলে  কি দেশ পরিবর্তন হবে? : স্বাস্থ্য উপদেস্টার প্রশ্ন
যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষের পিতার শেষকৃত্তানুষ্ঠান সম্পন্ন

যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষের পিতার শেষকৃত্তানুষ্ঠান সম্পন্ন

Mortician, medical examiner covering dead body in morgue

 

 স্টাফ করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষ রঞ্জণ সরকারের পিতা ডা. বিধু রঞ্জণ সরকারের শেষকৃত্যানুষ্ঠান রংপুর মহানগরীর দখিগঞ্জ শ্মসানে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে তার শেষকৃত্তানুষ্ঠানে অংশ নেন পরিবার, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা।

প্রয়াত বিধু রঞ্জণ সরকারের জামাতা জানান, মঙ্গলবার (২৪ জুন) রাত  ৯ টা ২৫ মিনিটে রংপুর মহানগরীর লালবাগ কেডিসি রোডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি  স্ত্রী, দুই পুত্র, এক কণ্যা সাতি সাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। তার  বড় সন্তান যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার. ছোট পুত্র সুভাশীষ রঞ্জণ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং মেয়ে তাপসী রানী সরকার রংপুর বেতারের সংবাদ পাঠক ও শিক্ষক।

 তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশসহসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন। তারা শোক বার্তায় তাঁর পারলৌকিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পেশায় সুচিকিৎসকতার পাশাপাশ নানাবিধ সমাজ হিতেষী কাজে জড়িত ছিলেন তিনি।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com