স্টাফ করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষ রঞ্জণ সরকারের পিতা ডা. বিধু রঞ্জণ সরকারের শেষকৃত্যানুষ্ঠান রংপুর মহানগরীর দখিগঞ্জ শ্মসানে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে তার শেষকৃত্তানুষ্ঠানে অংশ নেন পরিবার, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা।
প্রয়াত বিধু রঞ্জণ সরকারের জামাতা জানান, মঙ্গলবার (২৪ জুন) রাত ৯ টা ২৫ মিনিটে রংপুর মহানগরীর লালবাগ কেডিসি রোডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কণ্যা সাতি সাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। তার বড় সন্তান যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার. ছোট পুত্র সুভাশীষ রঞ্জণ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং মেয়ে তাপসী রানী সরকার রংপুর বেতারের সংবাদ পাঠক ও শিক্ষক।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশসহসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন। তারা শোক বার্তায় তাঁর পারলৌকিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পেশায় সুচিকিৎসকতার পাশাপাশ নানাবিধ সমাজ হিতেষী কাজে জড়িত ছিলেন তিনি।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।