স্টাফ করেসপন্ডেট,রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
রংপুরের মিঠাপুকুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়।
আজ ২০ মে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন রুমে ২য় দিনের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বিকাশ চন্দ্র বমন উপস্থিত হয়ে প্রশিক্ষনাথীদের উদ্দেশে বলেন,প্রশিক্ষণ নিয়ে সঠিক ভাবে গ্রাম আদালত পরিচালনা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, গ্রামে আদালত সক্রিয় থাকলে অনেক মানুষ এর সুফল ভোগ করবে। সেই সাথে অনেক গুরুত্ব পূণ বিষয় গ্রাম আদালতের মাধ্যমে সহজে মিমাংসা হবে। তাছাড়া আদালতে মামলা জট কমে যাবে।
এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন ভাংনী,বালারহাট, কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এ প্রশিক্ষণের মাধ্যমে এর কাযক্রম বাস্তবায়িত হবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।