সংবাদ শিরোনাম :
“আধিপত্যবাদী শত্রুরা আবারো নতুন করে ক্ষমতা দখল করতে পারে -এজন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”  জামায়েত নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম সুন্দরগঞ্জে অসহায়-দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ ভারতে ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৪০ ফিলিস্তিনির কাউনিয়ায় ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার লালমনিরহাটে রংপুর ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজনীতিতে জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে:আখতার রংপুরে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে কারণ কারণ দর্শানোর নোটিশ। পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নগদ অর্থ, সরঞ্জামাদিসহ দুই হ্যাকার গ্রেফতার
গ্রাম আদালতের কার্যক্রমের প্রসারে প্রশিক্ষণের বিকল্প নেই: জেলা প্রশাসক

গ্রাম আদালতের কার্যক্রমের প্রসারে প্রশিক্ষণের বিকল্প নেই: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটে কালীগঞ্জে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭মে)  দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলার কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে  এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. এইচ এম রকিব হায়দার।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) এর সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এ জন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে *জনপ্রতিনিধিদের  প্রশিক্ষণের বিকল্প নেই। সমাজের সকল মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিশেষ করে ছোট খাটো বিরোধগুলো আদালতে না এনে  স্থানীয় পর্যায়ে মীমাংসা করার ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। আর এই কার্যক্রমের সফল বাস্তবায়নের অংশীদার হলেন সরকারের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ।

গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা  তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে জেনে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে

প্রশিক্ষণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। প্রশিক্ষণে কালীগঞ্জ  উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও ৩টি প্রশিক্ষণ কার্যক্রমে বাকী ৬ ইউনিয়নের ইউপি মেম্বারগণকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com