স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
রোববার ( ১৮ এপ্রিল) সন্ধায় প্রেসক্লাবের সামন থেকে বৃষ্টি উপেক্ষা করে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। বিক্ষোভটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সানজিদা দিনা, রফিকুল ইসলাম কনক, রংপুর জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন, আলমগীর হোসেন, শেখ রেজওয়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে জুলাই বিপ্লবকেই হত্যার হুমকি দেয়া হয়েছে। ইন্টিরিম সরকার বিচার এবং সংস্কার দৃশ্যমান করতে না পারায় ফ্যাসিবাদি চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিপ্লবীরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। তারা ২৪ ঘন্টার মধ্যে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার ও তাদের নেপথ্যের কুশিলবদের আইনের আওতায় আনার দাবি জানান।
১৬ মে আখতার হোসেন তার পরিবারকে সরাসরি হত্যার হুমকি দিয়ে বড় ভাই মোহাম্মদ আলীর নামে গ্রামের বাড়ি কাউনিয়ার মুন্সিপাড়ায় চিঠি পাঠায় বুলেট (ছদ্মনামে) এক ব্যক্তি। এ ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন আখতার হোসেনের ছোট ভাই আরিফ। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসি এবং এনসিপি ও জুলাই-আগস্টের বিপ্লবীরা। ##
সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
রোববার ( ১৮ এপ্রিল) সন্ধায় প্রেসক্লাবের সামন থেকে বৃষ্টি উপেক্ষা করে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। বিক্ষোভটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সানজিদা দিনা, রফিকুল ইসলাম কনক, রংপুর জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন, আলমগীর হোসেন, শেখ রেজওয়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে জুলাই বিপ্লবকেই হত্যার হুমকি দেয়া হয়েছে। ইন্টিরিম সরকার বিচার এবং সংস্কার দৃশ্যমান করতে না পারায় ফ্যাসিবাদি চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিপ্লবীরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। তারা ২৪ ঘন্টার মধ্যে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার ও তাদের নেপথ্যের কুশিলবদের আইনের আওতায় আনার দাবি জানান।
১৬ মে আখতার হোসেন তার পরিবারকে সরাসরি হত্যার হুমকি দিয়ে বড় ভাই মোহাম্মদ আলীর নামে গ্রামের বাড়ি কাউনিয়ার মুন্সিপাড়ায় চিঠি পাঠায় বুলেট (ছদ্মনামে) এক ব্যক্তি। এ ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন আখতার হোসেনের ছোট ভাই আরিফ। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসি এবং এনসিপি ও জুলাই-আগস্টের বিপ্লবীরা। ##
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।