হাবিবুল্লাহ্ সরকার (সুন্দরগঞ্জ)
সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এড কলেজের এসএসসি ব্যাচ ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ১১ টায় কলেজ মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানটি পবিত্র কোরআন তেলওয়াত ও গিতার পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মো একরামুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মাজেদুর রহমান মাজেদ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুন্দরগঞ্জ উপজেলার জামাতে আমির জনাব শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু, জনাব নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক সম্মানিত প্রেস ক্লাব সুন্দরগঞ্জ, এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা মো ওবায়দুর রহমান তামিম, শারীরিক ও সাংস্কৃতিক শিক্ষক জনাব মতিউর রহমান , সহকারী শিক্ষক (রসায়ন) জনাব ইলিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায় ছাত্র-ছাত্রীদের মাঝে পরিক্ষার উপকরণ সমুহ বিতরণ এবং দেশের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।