সংবাদ শিরোনাম :
রংপুরে উপদেস্টা ফরিদার উপস্থিতিতে  প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি নিয়ে তোলপাড় জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির লালন  শিল্পী ফরিদা পারভীন ও পারে চলে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার স্ত্রীর পরিকল্পনাতে যুবদল নেতা শামীম খুন নায়েককে চড় মেরে নিজেই কেঁদেছিলেন কাজল পাবর্তীপুরে রেলওয়ের জমি লীজ নিয়ে বিরোধ: ওসির অপসারনের বিক্ষোভ, অবরোধ রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ  স্বাস্থ্য খাতের দুর্নীতির মামলায় মহি মিঠু গ্রেফতার আবারও বিশ্বের শীর্ষ ধনী খেতাব অক্ষুন্ন রেখেছেন ইলন মাস্ক
 উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ 

 উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।

রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরাসনের দাবিতে রংপুর মহানগরীর মডার্ন মোড় ব্লোকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী জনতা।
সোমবার ( ২৮ জুলাই) বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত মোড়ে অবস্থান নিয়ে ব্লোকেড কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় জনতা।  এর আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ন মোড়ে যায় তারা। ব্লোকেডের কারণে ঢাকার সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুরের সাথে দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী এস এম আশিকুর রহমান, শাহরিয়ার সোহাগ, হাবিব আহসান, শামসুর রহমান সুমন,
রহমত আলী প্রমুখ।
তারা বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বাজেটে অনন্তকালের বৈষম্য হচ্ছে রংপুরসহ উত্তরাঞ্চলের সাথে । যা ২৪ শে জুলাই অভ্যুত্থানের পর আরো বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। সম্পূরক বাজেটের মাধ্যমে বাজেট বৈষম্য নিরসন করা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।
পরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তারা। উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন এবং সুষম উন্নয়ন নিশ্চিত  করতে আঞ্চলিক কমিশন গঠন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করে প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দেয়। ওই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com