সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
এবারের শারদীয় দুর্গাপূজা হবে অধিকতর আনন্দময় জৌলসময় ও নিরাপত্তাপূর্ণ

এবারের শারদীয় দুর্গাপূজা হবে অধিকতর আনন্দময় জৌলসময় ও নিরাপত্তাপূর্ণ

স্পেশাল করেসপেনডেন্ট, রংপুর। বাতায়ন২৪ডটকম।

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, ‘আমরা ছোটবেলা থেকেই দেখেছি শারদীয় পূজা মুসলমান সম্প্রদায়ের বিপুল উপস্থিতির কারণে আরও জাকজমকপূর্ণ হয়ে উঠে। আমরা এবার বিশ্বাস করতে চাই যে, এবারের শারদীয় দুর্গাপূজা হবে অধিকতর আনন্দময়, অধিকতর জৌলসময় এবং অধিকতর নিরাপত্বাপূর্ণ এবং নিরাপদের। যে বা যারাই বিশৃংখলা তৈরির বিন্দুমাত্র চেস্টা অথবা করার চিন্তা করবে তা কঠোরভাবে দমন করা হবে। ‘

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) দুপুরে রংপুর বদরগঞ্জ থানা ক্যাম্পাসে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা সভাপতি উত্তম কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান শামসুল আলম, উপজেল পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পি সরকার, তদন্ত অফিসার মো. নুরুল আমিন সরকার প্রমুখ।

পুলিশ সুপার বলেন, ‘ এই রাষ্ট্রের যারা শত্রু। যারা গণতন্ত্র এবং মানবিক রাষ্ট্র নির্মানের শত্রু। তারা যেকোন জায়গায় ওৎপেতে থেকে যেকোন ধরণের বিশৃংখলা তৈরি করতে পারে। এ ব্যপারে আমাদের প্রত্যেকেরে দুইটা চোখ আছে এই চোখ যেন সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করে। কারণ এই রাষ্ট্রের যে সম্প্রীতি, যে সার্বভৌমত্ব সেটা আমরা রক্ষা করতে আমরা সবাই দায়িত্ব পালিন করবো।’

এসপি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি অনৈক্য শাসন প্রক্রিয়ার মধ্যে ছিলাম। এই প্রক্রিয়াতে বের হতে গিয়ে প্রায় পনের‘শ মানুষ জীবন দিয়েছেন।  অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছেন এবং আহত হয়েছেন। বাংলাদেশে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে লড়াই। তা দীর্ঘ ১৫ বছর পর ছাত্র-জনতার অভ্যুন্থান- বিপ্লবের মধ্য দিয়ে আমরা লড়াই করে জিতেছি গত ৫ আগস্ট। একটি পরিবর্তিত রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এবার আমরা শারদীয় দুর্গাপূজা পালন করবো। ’

এসপি বলেন, ‘ আমাদের বক্তব্য অত্যন্ত পরিস্কার। আমরা সবাই রিপাবলিক। এটির চরিত্র হলো আইনের চোখে সবাই সমান। এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে সংখ্যা লঘিষ্ট কিংবা সংখ্যা লঘিষ্ঠ এই জাতীয় কোন ধারণা সংবিধান রা সামাজিক কাঠামো আমাদের দেয় না। আমরা এই রাষ্ট্রের মানুষ। ১৮ কোটি মানুষ আমরা একটা অবিভাজ্য সত্বা। আমরা সকলে মিলে একজাতি।’

পুলিশ সুপার শরীফ বলেন, ‘  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের যে ধারণা আমাদের দিয়েছেন। এই ধারণাপত্রের আলোকে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের যত ধরণের জাতিগোষ্ঠি আছি, আমরা সবাই বাংলাদেশি। কাজেই পাহাড়ী, বাঙ্গালী বলে বিভেদ তৈরির যেমন কোন সুযোগ নাই। ঠিক আমাদের  সংবিধানের যে স্পিরিট সেই স্পেরিটের আলোকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান বলে কোন ধরণের বিভেদ তৈরি করার কোন সুযোগ নাই। বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেটা হলো ধর্মীয় মূল্যবোধের একটা সমাজ ব্যবস্থা। বাংলাদেশে মুসলমানরা ৯২ শতাংশ। আমাদের মুসলমানরা অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে আমাদের যে হিন্দু ভাইবোনেরা আছে তাদের সাথে সহঅবস্থান বজায় রেখে আসছেন। আমাদের নাগরিকদের মধ্যে কোন সাম্প্রদায়িকতা নেই। দীর্ঘজীবন ধরে অসাম্প্রদায়িক রাষ্ট্রকাঠামো ও সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে বিরাজমান।  তা রক্ষা করেই আমরা এগিয়ে যেতে চাই।’

এবার রংপুর মহানগরীতে ১৫২ টি এবং জেলার আট উপজেলায় ৬৮৩ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

 বাতায়ন২৪ডটকম।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com