সংবাদ শিরোনাম :
বিচারহীনতার সংস্কৃতি কারনে এ দেশে কেউই নিরাপদ নয় ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিইসি এ এম এম নাসির উদ্দীন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ   রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এইচডিইউ ইউনিটের উদ্বোধন পয়সা ওয়ালা হলেও পয়সা নিয়ে সীমান্ত পার করে দিবেন না: গয়েশ্বর চন্দ্র রায় রংপুরে নেসকোর প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে অবহিতকরণ সভা মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের নিহত-৭ ফাঁস দিতিপ্রিয়ার সঙ্গে আপত্তিকর কথোপকথন! ৩৫০ শিক্ষকের জাল সনদ: অনুসন্ধান শুরু করেছে ডিআইএ আজ জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত
রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ  

রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ  

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম।।রংপুর।।

রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার ড. মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদের প্রভাব খাটিয়ে তার ভাগনি জামাইয়ের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর তৌহিদুল বাহিনীর নেতৃত্বে জমি ও বসতবাড়ি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে তোলপাড় চলছে নগরীতে। তবে সাবেক কমিশনার জানিয়েছেন, ‘ আমি কখনই কোন অন্যায় করিনি। অন্যায়কে প্রশ্রয়ও দেই নি।  আকিফুলের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ ওঠার পর তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। যদি আকিফুলের বিরুদ্ধে আমাকে জড়িয়ে প্রভাব বিস্তার করা কিংবা কোন অন্যায়ের অভিযোগ থাকে। তবে  তার বিরুদ্ধে আইনশৃঙখলা বাহিনীর যথাযথ আইন ব্যবস্থা গ্রহন করা উচিৎ। ’

 

 শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২ টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে কান্নায় ভেঙ্গে পড়েন ভুক্তভোগি মশিউর রহমান, তার স্ত্রী তাজনীন নাহার, কন্যা মারজিয়া তাবাস্সুম, শাশুড়ী সায়মা আখতার।

 সংবাদ সম্মেলনে মশিউর রহমান অভিযোগ করেন,  ‘ আমার পিতা মোহাম্মদ আলী ২০১৪ সালে ডা. গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে ০৭-০৪-২৪ সালে ৫৩১০ নং দলিল মূলে ৬ শতক  এবং একই দাগে সাহেরা বানুর কাছ থেকে ০৪-০২-১৪ তারিখে  ১৭৯১ নং দলিল মূলে ১২ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে আমার পিতা কর্তৃক ১৯-০৬-২০১৪ তারিখে ৯৫৭৭ নং হেবা দলিলমূলে ৬ শতক  এবং  ১৪-০৪-২০১৮ তারিখে ৬৩৭৫ নং হেবা দলিল মূলে ১২ শতক  মোট ১৮ শতক জমির মালিকানা প্রাপ্ত হই। আমার পিতা বেঁচে থাকাকালীন সময়ে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি ‘

 মশিউর রহমান অভিযোগ করেন, ‘ ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে ০৯-১২-২০১৯ তারিখে তৎকালীন পুলিশ কমিশনার আবদুল আলীমের ভাগনি জামাই (মুহাম্মদ আবদুল আলীমের সমন্ধি ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের শালীর জামাই) আকিফুল ইসলাম ওরফে টুটুল ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও তার বাহিনী ১০০/১৫০ জন সন্ত্রাসী নিয়ে আমার বসত বাড়ি ও দোকানপাট জোড় পূর্বক দখল করে পরিবার পরিজনসহ আমাকে বসতবাড়ি থেকে বের করে দেয়। শুধু তাই নয়। ওই সময় আমি কোতয়ালী থানায় মামলা করলেও তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতয়ালী থানার এসআই এরশাদ আমাকে থানায় তুলে নিয়ে নিয়ে গিয়ে মামলার নিস্পত্তি করতে সাদা কাগজে জোড়পূর্বক সই নেয়।  এসব বিষয় নিয়ে সেই সময় বিভিন্ন টেলিভিশন এবং অনলাইন ও পৃন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ ও প্রচার হয়। ‘

 মশিউর রহমান অভিযোগ করেন,  সাবেক পুলিশ কমিশনার আবুদল আলীমের ভাগনি জামাই আকিফুল আমার বসতবাড়ি ও  দোকানপাট  পুলিশের সহযোগিতায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের দিয়ে দখল করার পর ১২-১২-২০১৯ তারিখে ওই জমি ক্রয় দেখিয়ে একটি দলিল ভূয়া দলিল নং ২০৬৬৮ নং সৃষ্টি করে।  বিষয়টি জানতে পেরে আমি যুগ্ম জেলা জজ ১ম আদালতে ওই ভূয়া দলিল বাতিল চেয়ে মামলা করি। ওই মামলায় আদালত ভূয়া দলিল বাতিল ও  জবরদখলকৃত আকিফুলকে উচ্ছেদ করা মর্মে রায় দেন।’

 মশিউর রহমান অভিযোগ করেন, ‘ আদালতের রায়ের প্রেক্ষিতে আমি পরিবার পরিজনসহ গত ২রা আগস্ট ২০২৫ তারিখে আমার পৈত্রিক সম্পত্তিতে বসবাস শুরু করি। কিন্তু আবারও সাবেক পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল আলীমের ভাগনি জামাই আকিফুল ইসলাম টুটুল তার পুলিশ শুশুড়ের প্রভাব খাটিয়ে এবং আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বসতবাড়ি ও দোকানপাটে সন্ত্রাসী দিয়ে হামলা চালায়। ’
মশিউর অভিযোগ করেন, ‘ ২ আগস্ট যখন তারা আমার বসতবাড়ি দখল করার জন্য আসে। তখন পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের দুই পক্ষের কাছ থেকে চাবি নিয়ে রাখেন।  এবং ১৫ আগস্টের এ বিষয়ে বৈঠকের কথা জানায় সেনাবাহিনী।  এরপর এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কথা জানান। এ বিষয়ে আমি একটি অভিযোগও দাখিল করি থানায়। কিন্তু থানার তদন্ত কর্মকর্তা শাহিনুর রহমান এ বিষয়ে লুকোচুরি খেলতে থাকেন। এবং আকিফুল সাবেক পুলিশ কর্মকর্তার ভাগনি জামাই হওয়ায় তার পক্ষ নেন এবং চাবি আকিফুলকে দেন।  আমি যখন সংবাদ সম্মেলন করছি তখন শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় আকিফুল সন্ত্রাসীদের দিয়ে আবারও আমার দেয়াল ভেঙ্গে দিয়েছে। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ ঘটনাস্থলে যায় নি এবং তারা নানাধরণের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ’

 মশিউর অভিযোগ করেন, ‘ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এখনও আওয়ামীলীগ এবং পুলিশের বড় কর্মকর্তার পরিচয়ে কিভাবে দখলদাররা আবারও আমার পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের পায়ঁতার করছে। বিষয়টি খুবই আশ্চযজনক। তারা আমার পরিবার পরিজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বিষয়টি তদন্ত করে আমিসহ আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈত্রিক সম্পত্তি আওয়ামী ফ্যাসিবাদের লোলপদৃষ্টি থেকে রক্ষ করার অনুরোধ জানাচ্ছি ‘

এ ব্যাপারে অভিযুক্ত আকিফুল ইসলাম ওরফে টুটুল জানান, ‘রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ আমার দুর সম্পর্কের আত্মীয়। আমি আমার নিজের পরিচয়ে চলি। তাকে ভাংগিয়ে আমি চলি না। ওই জমি আমি নিজের টাকায় ক্রয় করেছি।  মশিউর  তার সন্ত্রাসী নিয়ে ২ রা আগস্ট এআমার জমি বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।  পরে সেনাবাহিনী আমাকে চাবি দিয়েছে। আমি এসআই শাহিনুরকে চিনি না। ‘

 এ ব্যাপারে সাবেক রংপুর মহানগর পুলিশ কমিশনার ড. মুহাম্মদ আবদুল আলীম মাহমুদ জানান, ‘ আমি কখনই কোন অন্যায় করিনি। অন্যায়কে প্রশ্রয় দেই নি।  আকিফুলের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ ওঠার পর তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। যদি আকিফুলের বিরুদ্ধে আমাকে জড়িয়ে প্রভাব বিস্তার করা কিংবা কোন অন্যায়ের অভিযোগ থাকে। তবে  তার বিরুদ্ধে আইনশৃঙখলা বাহিনীর যথাযথ আইন ব্যবস্থা গ্রহন করা উচিৎ। আমি এখন নিজেই ওএসডি। আমি কখনই প্রভাব বিস্তার করিনি। আইনের বাইরে যাইও নি। কাউকে আইনের বাইরে কোন সুবিধাও দেই নি। আমার নাম যদি কেউ ভাংগায় তবে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ।’

 এ বিষয়ে কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ‘ওই জমিটি আওয়ামীলীগের আমলে দখল করা হয়েছিল। আদালতের রায়ে ১ মাসের মধ্যে জমিটি ছেড়ে দেয়ার জন্য আকিফুলকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ১ মাস না যেতেই মশিউর ওই জমিতে উঠে যায়। এনিয়ে হট্রগোল বাঁধলে আমরা সেখানে উপস্থিত হই। পরে সেনাবাহিনী আসে। দুইপক্ষের চাবি নিয়ে রাখা হয়। কিন্তু  সমঝোতা বৈঠকে মশিউর না আসায় আকিফুলকে চাবি দেয়া হয়েছে। আকিফুলও  মশিউরের করা মামলার আদেশের স্থগিতের আদেশ নিয়ে এসেছে। যার শুনানী হবে ১৬ অক্টোবর। ’

এই আদেশের বলে দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকলো কিভাবে আকিফুল এই প্রশ্নের উত্তরে ওসি বলেন, ‘ এটা তার এখতিয়ার বহির্ভূত। ঠিক হয় নি। আইনগত ব্যবস্থা নেয়া হবে। ‘

 আকিফুলের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগ ওঠার পর তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি: আলীম মাহমুদ

এ ব্যপারে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, ‘ পুলিশিং কিংবা কোন দলের ক্ষমতা ব্যবহার করে জমিদখলসহ কোন অপরাধের সুযোগ নেই। বিষয়টি ওসিকে জানানো হয়েছে এবং প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com