ময়মনসিংহের গৌরীপুরের সিধলং বিল ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। গৌরীপুরের সিধলা ইউনিয়নের বিলটিকে ‘সিধলা বিল’ নামেও চেনে লোকে। বর্ষায় এই বিল সেজে ওঠে লাল–সাদা শাপলায়। শরতেও প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ রাখে সিধলং বিল ও এই বিল–সংলগ্ন এলাকা। তারপর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে পানি, মলিন হতে শুরু করে অপরূপ শাপলা বিলের লাবণ্য। এ সময় বিলজুড়ে দেখা যায় কৃষকদের কর্মব্যস্ততা। হেমন্তে শাপলার রাজত্ব দখল করে সবুজ ফসল।
সিধলং বিলে যেতে প্রথমেই আপনাকে ময়মনসিংহ পৌঁছাতে হবে। সেখান থেকে বাস বা সিএনজিচালিত অটোরিকশা ধরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শ্যামগঞ্জ বাজারে নামতে হবে। এই বাজার থেকে সিধলং বিলের দূরত্ব দুই কিলোমিটার। স্থানীয় বাহনেই যাওয়া যায় বিলের ধারে।
/হাআমি