(সুন্দরগঞ্জ,গাইবান্ধা) প্রতিনিধি :
নতুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিক্ষার্থীদের উল্লাসে ভরে উঠেছিল রেণু বিদ্যাকানন।
সোমবার (১২ জানুয়ারী) সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রেণু বিদ্যাকাননের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রেণু বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায়, ফুল বাদশা মেম্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব আবু রায়হান, রফিকুল ইসলাম ( শিক্ষক), মঞ্জুরুল ইসলাম ( শিক্ষক), ডা. পবিত্র কুমার বর্মণ, জিয়াউর রহমান ( শিক্ষক), হরুন অর রশিদ ( শিক্ষক ও সমাজসেবক), মতিউর রহমান আঃ করিম ও অত্র প্রতিষ্ঠানের সহ:শিক্ষক অন্তর সহ আরও অনেকে।