রাজধানীর মিরপুর-১ এর মসজিদুল আকবার ঈদগাহ মাঠে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এক মনোজ্ঞ ক্বেরাত ও নাশীদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মান্নান-মায়া ফাউন্ডেশন ও বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্নান-মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাজহারুল মান্নান মিয়া। প্রধান মেহমান ছিলেন, বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি ও নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব শায়েখ লুৎফর রহমান (দা.বা.)।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শাহিদ হাসান মিশা সওদাগর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হাফেজ ক্বারী মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা (দা.বা.), হাফেজ মুফতি আল আমিন খান ও হাফেজ ক্বারী আব্দুল কাইয়ুম নিজাম (দা.বা.)। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান ও মাওলানা শেখ নাজির উল্লাহ।
স্থানীয় ব্যবসায়ী সুমন মমিয়ার সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম-খতিব, ইসলামি বক্তা ও মিডিয়া বিশ্লেষকরা বক্তব্য রাখেন।
মাহফিলে খ্যাতিমান ও জনপ্রিয় আরবি–উর্দু নাশিদ শিল্পীরা ক্বেরাত ও নাশিদ পরিবেশন করেন, যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে স্মারক তুলে দেন মিডিয়া ব্যক্তিত্ব মিশা সওদাগর।
এদিকে, আয়োজনটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সকলেই মনে করেন—ছাত্র ও যুব সমাজের এই উদ্যোগ ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চাকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মাজাহারুল মান্নান মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি উপজেলার চন্ডিপুর গ্রামের মরহুম আব্দুল মান্নান মিয়ার ছেলে। বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মান্নান-মায়া ফাউন্ডেশন একটি সরকারি নিবন্ধিত সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান, যা মিরপুর-২ এর এ-ব্লকের নিজ বাসার কার্যালয় থেকে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়।
ফাউন্ডেশনটি বিভিন্ন এলাকার মসজিদ-মাদ্রাসা, অসুস্থ রোগী, গরিব ও মেধাবী শিক্ষার্থীকে অনুদান প্রদানসহ ধর্মীয় সভা-সমাবেশ আয়োজন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।