স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলি বর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামে বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছের এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলি বর্ষণ করেছে নাকি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার খাটিয়ামারীতে ১০-১২ জনের চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তারা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য পার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। ছত্রভঙ্গ হয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে বিএসএফ মিস্টার আলী নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে যায়।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।