শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষা: সুন্দরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ ”সবুজ শিক্ষালয়ের’

শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষা: সুন্দরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ ”সবুজ শিক্ষালয়ের’

 

হাবিবুল্লাহ্ সরকার;
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
একইসঙ্গে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লাল গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ একরামুল হক, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. আলমগীর এবং সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকাদ্দিসুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি হলে ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
ক্লাসের প্রথম দিনে ফুল এবং গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জারীন সাদাফ জারা জানায়, “আমি ভীষণ খুশি হয়েছি। এই গাছের চারাটি আমার নতুন বছর ২০২৬ সালের একটি স্মৃতি হয়ে থাকবে। আমি এটাকে যত্ন করে বড় করার চেষ্টা করবো।”
আরেক শিক্ষার্থী মায়েল বলেন, “ক্লাসের প্রথম দিনে ম্যামদের হাত থেকে ফুল পেয়েছি। খুব ভালো লেগেছে।”
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ একরামুল হক বলেন, “শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। আজকের শিক্ষার্থীরাই আগামীর পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com