সংবাদ শিরোনাম :
‎জামাত-শিবির কে পুরনো শকুন আখ্যা দিলেন অধ্যক্ষ  আব্দুল ওয়াহেদ মিঞা। ‎রংপুরে তথ্য মেলায় হাসিনার বাণী প্রচার করায় সমালোচনার ঝড়‎। ‎বিভাগীয় শহর হলেও বি গ্রেড হিসেবে চলছে রংপুর রেলওয়ে স্টেশনের কার্যক্রম। ‎শ্যামপুর চিনিকল চালুর সিদ্ধান্ত, ভূতুড়ে জনপদে প্রাণের ঢেউ ‎আবু সাঈদের বাবার শারীরিক অবস্থার উন্নতি ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ বদরগঞ্জে সাবেক এমপি ও মেয়রের বাসায় পুলিশের অভিযান, নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

প্রেমের অপরাধে কিশোরকে গাছে বেধে বেধড়ক মারধর।

মিঠাপুকুর প্রতিনিধি,রংপুর।।বাতায়ন২৪ডটকম

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভালোবাসার অপরাধে কিশোরকে ধরে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করেছে।

প্রতিবেশি ও তাদের লোকজন। মারধর করে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার(২০ অক্টোবর)তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠিয়েছে পুলিশ।

আজ রোববার(২০ অক্টোবর) সরেজমিনে গিয়ে এলাকা বাসির সাথে কথা বলে জানা গেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের দুর্গামতি গ্রামের সাহেব আলীর ছেলে রাজু মিয়া(১৬) অভাবের সংসারে বাবার সাথে কৃষিকাজে সহায়তা করে। সম্প্রতি প্রতিবেশি হাফিজুর রহমানের মেয়ের সাথে প্রেম-ভালোবাসার সৃষ্টি হয়।

কিন্তু এ ভালাবাসা মেনে নেয়নি মেয়ের পরিবার। এর জের ধরে গত শনিবার(১৯ অক্টোবর)বিকেলে নিজ বাড়ির সামনে থেকে মেয়ে পক্ষের লোকজন তাকে ধরে হাফিজুরের আঙ্গিনায় নিয়ে যায়। নিয়ে গিয়ে আম গাছের সাথে রশি দিয়ে শক্তভাবে বেঁধে ফেলে খালেক,করিম,রবিউল,সেহেরুল সহ ১৫ থেকে ২০ জন।

রাজুকে বেদম মারধর করে। মারপিটে এক সময় অসুস্থ্য হয়ে পড়ে। সে অসুস্থ্য হলেও পুলিশ ডেকে এনে তাকে পুলিশে সোর্পদ করে।

রাজুর দাদি রেজিয়া বেওয়া(৮০)কান্নাজড়িত কণ্ঠে বলেন মোর নাতিক আনি দ্যাও। বিনা দোষে ওরা ছইলট্যাক গরুর মতোন ডাংগাইলো। স্থানীয় বাসিন্দা রানা বেগম,বুলবুল মিয়া আবদুল লতিব মাহফুজা বেগম ও গাউছুল আযম বলেন ছেলেটার কোনো দোষ নাই। মেয়েটার সাথে তার ভালোবাসার সর্ম্পক ছিল। এই ভালোবাসার অপরাধে ছেলেকে ধরে নিয়ে তারা বেদম মারধর করেছে। হাফিজুর গায়ের জোরে লোকজন ভাড়া করে গাছের সাথে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে।

মেয়েটির বাবা হাফিজুর রহমান বলেন মেয়েকে বারবার বিরক্ত করে আসছে রাজু। তাই তাকে ধরে একটু শাসন করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন ছেলেটিকে অনেক মারধর করা হয়েছে। তাকে এভাবে মারধর করা ঠিক হয়নি। পরিস্থিরি কারণে তাকে থানায় নিয়ে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com