স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
নিরাপত্তা জোরদার ও সার্বিক নজরদারি নিশ্চিত করতে রংপুরের গুরুত্বপূর্ণ স্থাপনা জুলাই স্মৃতি স্তম্ভে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সম্প্রতি স্মৃতি স্তম্ভের আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক সিসি ক্যামেরা বসানো হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্মৃতি স্তম্ভে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপিত ক্যামেরাগুলোর মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বাতায়ন২৪ডটকমকে জানান, জুলাই স্মৃতি স্তম্ভ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এখানে সিসি ক্যামেরা স্থাপনের ফলে নিরাপত্তা বাড়বে এবং দর্শনার্থীরাও স্বস্তি নিয়ে চলাচল করতে পারবেন।
প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতা বাড়ানো হবে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।