স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে সাবেক যুবদল নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে নগরীর রবাটসনগঞ্জ স্কুল হলরুমে মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর-(সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি বলেন, বিএনপি থেকে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তখন থেকে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে এগিয়ে যেতে চেষ্টা করছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করছি। এতে অনেকের সহযোগিতা পেয়েছি, অনেকের অনেকের সারা পেয়েছি,আমার ডাকে অনেকেই এসেছেন। যারা এখনো ধানের শীষের পক্ষেই নামেননি আশা করছি দ্রুতই তারা মাঠে নামবেন। আমার বিশ্বাস এবারে নির্বাচনে রংপুর সদর আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে রংপুর অবহেলিত বঞ্চিত। একটি দল দীর্ঘদিন থেকে রংপুরকে নিয়ে রংপুরের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে। শাসন করেছে শোষণ করেছে। তারা রংপুরের কোন উন্নয়ন করেনি, রংপুরের মানুষের কথা ভাবেননি। তারা শুধু নিজেদের আখের গড়েছেন, নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। এবার সময় এসেছে জাতীয় পার্টির নামক ওই দলটিকে প্রতিহত করার। ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেয়ার।
তিনি বলেন, বর্তমানে ১৯৭১ এর পরাজিত একটি শক্তি বিএনপির অঙ্গ সংগঠনের নামে নানা অপপ্রচার চালাচ্ছে। গুজব রটাচ্ছে। তারা বাংলাদেশের ধর্মভীরু মানুষকে ইসলামের নামে অপব্যাখ্যা দিচ্ছে। তাদের ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম হবে এমন কথা বলছে। এদের প্রতিরোধ করতে হবে, এদের রুখে দিতে হবে। এজন্য বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কর আহ্বান জানান তিনি।
এসময় বক্তৃারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর সদর ৩ আসনে জননেতা সামসুজ্জামান সামুকে যোগ্য মনে করি দলীয় মনোনয়ন দিয়েছেন। ধানের শীষ প্রতীক হাতে তুলে দিয়েছেন। এ কারণে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কারণ দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এসময় সকলে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, বিএনপি নেতা তারিকুল ইসলাম, নাদিম সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।