স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
এক যুগ পর চালু হলো রংপুর কারমাইকেল কলেজের ক্যান্টিন।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান। এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এসময় অধ্যক্ষ বলেন, আওয়ামীলীগ আমলে ছাত্রলীগের আধিপত্য নিয়ে বন্ধ হয়ে যায় ক্যান্টিনটি। এরপর শিক্ষার্থীরা বিপাকে পড়েন। কিন্তু ছাত্রলীগের বাঁধার কারণে চালু করা যায়নি। ৫ আগস্ট পরবর্তি সময়ে ক্যান্টিনটি চালু করার উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ক্যান্টিনটি চালু হলো। এতে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপকৃত হবেন। নাম পরিবর্তন করে রাখা হয়েছে কলেজ ক্যাফেটরিয়া।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম