স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রায় চব্বিশ ঘণ্টাই কড়া নিরাপত্তাবেষ্টনীর অন্দরে। প্রায় বছর দেড়েক ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমন। যদিও এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন সিনেমার শুটিং। বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছেন আজকাল। কখনও আবার নিজের খামারবাড়ি চলে যাচ্ছেন অবসর কাটাতে। যদিও এ সবের মাঝে সালমনের পাশে যিনি ছায়াসঙ্গী হয়ে আছেন, তিনি শেরা। অভিনেতার দীর্ঘ দিনের নিরাপত্তারক্ষী। মালিকের সব গতিবিধি যেন তাঁর নখদর্পণে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম