স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বাংলা নব বর্ষবরণে প্রস্তুত রংপুর মহানগরী। নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা বলয়।
রংপুর ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বরে হবে সকাল ১০ টায় জিলা স্কুলের ঐতিহাসিক বটতলা থেকে। এজন্য জিলা স্কুল মাঠ এবং নগরীর প্রধান সড়কে আকা হয়েছে নানা ধরণের আল্পনা। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন মেটিভ তৈরি করা হয়েছে। এছাড়াও চিরায়ত বাংলার নানা ধরণের ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে শোভাযাত্রা। ভোর ছয়টা থেকে পাবলিক লাইব্রেরী মাঠে শুরু হবে বর্ষবরণের গান।
শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, ডিসি, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেনী পেশার ১০ হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নিবেন বলে আশা আয়োজক কমিটির।
এদিকে রোববার ( ১৩ এপ্রিল( বিকেলে শোভাযাত্রা স্থল পরিদর্শন করেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী। তিনি পুরো এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরে পুলিশ কমিশনার বলেন,আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পতিত শক্তি যেন কোনভাবেই বিশৃঙখলা তৈরি করতে না পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি আছে আমাদের। আমাদের সব ধরণের প্রস্তুতি আছে। কেউ চেস্টা করার প্রস্তুতি নিলেও তাদের আমরা পাকড়াও করবো। অতীতের যেকোন সব থেকে আনন্দময় করতে চাই আমার।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম/রংপুর