করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর অঞ্চলের প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করলো রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর খামারপাড়া, পানবাড়ি বাজার এলাকায় টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। এসময় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সরকার, উপ ব্যবস্থাপনা পরিচালক আল আমিন, পরিচালক স্বপন কুমার রায়, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ছামছুজ্জামান প্রমুখ।
সেন্টারে সেবা পেয়ে খুশি গ্রাহকরা। তাদের দাবি সব স্থানে এই সেবা চালু করলে ভোগান্তি কমবে। তাৎক্ষণিক ও সহজে সেবা পেতে টেলিমেডিসিন সেবা অত্যন্ত কার্যকরী। এতে তাড়াতাড়ি সেবা পাওয়ার পাশাপাশি মানুষের অর্থনৈতিক সাশ্রয় হবেে।
নগরীর ৩৩ টি ওয়ার্ডে ১৪০টি সেন্টারের মাধ্যমে এই টেলিমেডিসিন সেবা দেয়া হবে জানিয়েছেন উদ্যোক্তারা।
বাতায়ন২৪ডটকম/রিয়াদ