স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।
গত বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বিয়ের বছর না পেরোতেই প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর। জানা গেছে, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। আজ (১১ জানুয়ারি) রোববার তাহসান নিজেই জানান, গুঞ্জন নয়, খবরটি সত্য। তবে এ বিষয়ে কথা বলতে আগ্রহী না জানিয়ে তাহসান বলেন, ‘এটা আমার জীবনের অনেক বড় প্রসঙ্গ। এখন এসব নিয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হোক, তখন দেখা যাবে।’
চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাদের গায়েহলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা একটি কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানিয়েছিলেন তাহসান।
ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
বিয়ের পর নানান উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেন তাহসান-রোজা। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে মন খারাপের প্রতিক্রিয়া জানান তাহসানভক্তরা।
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।