বিমানে জ্ঞান হারালেন নীলম

বিমানে জ্ঞান হারালেন নীলম

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

সম্প্রতি এক ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি। যাত্রাকালীন সময়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ তিনি।

নীলম জানান, নির্ধারিত সময় উড্ডয়ন করেনি বিমান। প্রায় ৯ ঘণ্টা পর পাখা মেলে। খাবার পরিবেশনের কিছুক্ষণ পর জ্ঞান হারান তিনি। তবুও পাননি যথাযথ চিকিৎসা সহায়তা কিংবা নজরদারি।

ক্ষুব্ধ নীলম নিজের এক্সে লেখেন, টরন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু ৯ ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কারো পক্ষ থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হয়নি।

এরপর লেখেন, ঘটনার পর আমি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাইনি। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন।

নীলম বলিউডের জনপ্রিয় মুখ। তবে বেশ কিছুদিন আড়ালে ছিলেন, সম্প্রতি ফিরেছেন। ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে নিজের ফেরার গল্প লিখছেন এই অভিনেত্রী।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com