স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।
রংপুর মহানগর জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী যোগ দিয়েছেন বিএনপিতে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীরা হলেন, মহানগরীর ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি দুদা মিয়া, সহ -সভাপতি আহিয়াত, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাপানেতা মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ার।
যোগদান অনুষ্ঠান শেষে ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী জানান, নতুন বাংলাদেশ গড়তে বিএনপি’র কোন বিকল্প নেই। জাতীয় পার্টির লেজুর ভিত্তিক এবং মেরুদণ্ডহীন কার্যকলাপ দেশের কোন মানুষ আর পছন্দ করেন না। সে কারণে দেশ গড়তেই বিএনপিতে যোগদান করলাম। তিনি দাবি করেন ৩৩ নং ওয়ার্ডের অন্তত শতাধিক জাতীয় পার্টির পদস্থ নেতা কর্মী এবং সদস্য বিএনপিতে যোগদান করেছেন.।
মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপাত প্রানিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিএনপিতে যোগদান করছেন। তবে আমরা আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে বিএনপিতে বরদাস্ত করবো না। যারা যোগদান করলেন, তাদের কাছে আহ্বান ৩১ দফার রাষ্ট্র মেরামতের কার্যক্রম নিয়ে বেরিয়ে পড়ুন। তারেক রহমানের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করুন।
সামসুজ্জামান সামু রংপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণা সহ সমৃদ্ধ রংপুরের রূপকল্প নিয়ে বিভিন্ন সভা সমাবেশ সেমিনারসহ উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।একই ধরনের প্রচারণা চালাচ্ছেন অপর মনোনয়ন প্রত্যাশী মহানগর সদস্য সচিব মাহফুজুর নবী ডন, অ্যাডভোকেট শফিক আমাল। রিটা রহমান নামের এক নেত্রী মনোনয়ন প্রত্যাশী হলেও মাঠে নেই তিনি।