স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।
রংপুরের বদরগঞ্জে রোহিঙ্গার জন্ম নিবন্ধন তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত সোমবার ২৮ এপ্রিল রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। ওই তথ্য জানাযায়। এর সত্যতা নিশ্চিত করতে মুঠোফোনে মাহমুদুল হাসান জানান, এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়ে। এই ধরণের অপরাধের সঙ্গে জরিত থাকার কারনে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের ঘটনার জবাব চাওয়া হয়েছে তেনার কাছ থেকে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মে কলিমা নামের এক রোহিঙ্গা নারীকে জন্ম নিবন্ধন সনদ দিয়ে ছিলেন। যাহা তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনাকে আবু বকর সিদ্দীককে ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের, ২০০৯ – এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় আপনার পদ থেকে আপনাকে কেন অপসারণ করা হবে না, তা পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক বলেন, আমি কাউকে রোহিঙ্গার জন্ম নিবন্ধন তৈরির কোন নাগরিককে জন্মসনদ দেইনেই আমার সাথে ষড়যন্ত্র হয়েছে। তিনি আরোও বলেন, চিঠির মাধ্যেমে স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িক বরখাস্ত করার খবর জানার পাই। চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক আরোও বলেন, ২০২২ সালে আমার ইউনিয়নে হ্যাকারদের মাধ্যমে এ ঘটনা ঘটেছে এব্যাপারে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা নারীর জন্ম নিবন্ধনসনদ তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ। তিনি আরোও বলেন এ বিষয়ে একটি চিঠি পেয়েছি।
বাতায়ন২৪ডটকম /রিয়াদ ইসলাম