বাতায়ন২৪ডটকম/সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ।
দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা ছিল প্রয়াত নুরুল ইসলাম বাবুলের সব থেকে সাহসি পদক্ষেপ। যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্দ্রপ্রহরী হিসেবে জনগনের কাছে সমাদৃত হয়েছে বলে মন্তব্য করেছেন রংপুরের গণমাধ্যমকর্মীরা।
রোববার ( ২ ফেব্রুয়ারি) সন্ধায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তি উৎসবের কেক কাটা ও আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাঈদ আজিজ চৌধুরী, রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নান, সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান ফকরুল শাহীন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, স্জন সমাবেশ রংপুরের আহবায়ক কবি বাদল রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পৃন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীরা। পরে কেককাটা হয়।
এসময় বক্তারা বলেন, নতুন পানিতে সফর এবার শিরোনামে পুরোনো সব কিছুকে ধুয়ে মুছে এগিয়ে যাবে যুগান্তর। যুগান্তর অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে যে যাত্রা শুরু করেছিল, তা অব্যাহত রাখবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।