নিজস্ব প্রতিবেদক,বাতায়ন২৪ডটকম
স্বাস্থ্যসেবা একধাপ এগিয়ে নিতে ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে রংপুরে যাত্রা শুরু করলো আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ড দর্শনাস্থ আলহাজ্ব নগর এলাকায় আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করেন ডক্টরস কমিউনিটি হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ হোসেন। প্রতিষ্ঠানের পরিচালক ডা: বাদশা আলমগীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউর আলম শফি, ইসলামি ব্যাংক হাসপাতালের পরিচালক আজহার আলী শাহ্, দারুলহক হিফস মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়া, আখিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক শাহিনুল ইসলাম, রশিদুল ইসলাম (বাংগালী), আবদুর রউব, শাহ আলম ছানা, আসলাম হাকীমসহ আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা দোড়গোঁড়ায় পৌঁছাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিতকরণে প্রতিটি গ্রামে স্থাপিত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসার ব্যবস্থা করেছে। সরকারের পাশাপাশি দেশের বিভিন্নস্থানে ব্যক্তি অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়ানষ্টিক সেন্টারগুলো স্বল্পব্যয়ে চিকিৎসা সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে।বাতায়ন২৪ডটকম