সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১১ নির্দেশনা

করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১১ নির্দেশনা

স্পেশাল করোসপন্ডেন্ট ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

সম্প্রতি প্রতিবেশি দেশসহ বাংলাদেশে করোনা সংক্রমণের হার বেড়েছে। ফলে হাসপাতালগুলোতে ফের করোনার পরীক্ষা শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মহামারী এই ভাইরাসটি থেকে রক্ষা পেতে এবার ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদে সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতোমধ্যে চিহ্নিত হয়েছে।

আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল/নৌ/বিমান বন্দরের আইএইচআর ডেস্কগুলোতে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সেগুলো হলো—

১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

২. শ্বাসতন্ত্রের রোগ সমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।

৩. হাঁচি/কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।

৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।

৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন;

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়-

১. জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।

২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

৩. রোগীর সেবাদানকারীগনও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।

৪. প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) এর নম্বারে যোগাযোগ করুন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রস্তুতি

বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com