সংবাদ শিরোনাম :
তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামীলীগ দোসরদের নিয়ে  বিএনপির ১৫ ইউনিয়নে পকেট কমিটি অনুমোদনের অভিযোগ রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে। সুন্দরগঞ্জে জামায়াতকর্মী হত্যা মামলায় কৃষকলীগ নেতাসহ ৪ জন কারাগারে রংপুরে দুইদিনে অবৈধ ২৬ ইটভাটা উচ্ছেদ: মালিকদের ডিসি অফিস ঘেরাও বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন তুর্ক মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক আবরার রংপুরে হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও মানববন্ধন রংপুরে দেড়কেজি গাঁজাসহ নারী মাদককারবারি আটক
সংস্কার কার্যক্রম যেন সংকটে না পড়ে যেজন্য রাজনৈতিক সমঝোতা দরকার ফ্যাসিবাদের দোসর মঞ্চে থাকায় রংপুরে বয়কট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সংস্কার কার্যক্রম যেন সংকটে না পড়ে যেজন্য রাজনৈতিক সমঝোতা দরকার ফ্যাসিবাদের দোসর মঞ্চে থাকায় রংপুরে বয়কট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

 

সিনিয়র করেসপনডেন্ট :বাতায়২৪ডটকম

গত ৬ মাসে সরকারের অদক্ষতার কারণে নির্বাচনসহ বাজার ব্যবস্থাপনা ও প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক সর্বক্ষেত্রে বিভক্তি-বিপত্বি তৈরি হয়েছে।যা সংস্কার প্র্রস্তাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এই অবস্থা যাতে সংকটে পরিনত না হয় সেজন্য রাজনৈতিক সমঝোতা খুবই গুরুত্বুপর্ন বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যডভোকেট হাসনাত কাইয়ুম।

শনিবার ( ৮ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর মহানগরীর হোটেল ক্যশপিয়ায় ‘ সমঝোতা ব্যাতিত সংবিধান সংস্কার কি সম্ভব ‘ শিরোনামে সমঝোতা সংলাপের এই মন্তব্য করেন তিনি।

সংলাপে হাসনাত কাইয়ুম বলেন, যেহেতু সরকার ব্যর্থ হয়েছে তাই সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সমঝোতা পরিষদ গঠনের লক্ষে আমরা ঢাকার পর বিভাগে বিভাগে সংলাপ করছি। অংশিজনদের মতামতের ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ২৪ এর আকাঙখা বাস্তবায়নে সংবিধান সংস্কার নির্বাচনের আগে কতুটুকু এবং পরে কতটুকু করতে হবে সে বিষয়ে আমরা ঐক্যমত গড়ে তুলতে চাই। সেলক্ষে আমাদের কাজ চলছে।

সংলাপে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবিরের সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রায়হান কবীরের পরিচালনায় বক্তব্য রাখেন জুলাই ৩৬ ফোরাম অপরাজেয় বাংলার আহবায়ক নাজীর শাহীন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, আমার বাংলাদেশ-এবি পার্টির রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলন রংপুর জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, জেএসডি (জাসদ) রংপুর মহানগর সদস্য সচিব এবিএম মশিউর রহমান, নাগরিক ঐক্যের রংপুর জেলা আহ্বায়ক মাহি আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম, কনক রহমান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, জেলা কমিটির সংগঠক আশিকুল ইসলাম প্রমুখ।
এতে ‘টেকসই সংস্কারের একমাত্র পথ; রাজনৈতিক সমঝোতা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, জুলাই বিপ্লবে শহীদ তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান কলি, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, মাপা রংপুর এর প্রধান নির্বাহী অ্যডভোকেট মুনির চৌধুরী, সাবেক কাউন্সিলর নাসিমা আমিন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোবাইল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বয়কট:সমঝোতা সংলাপ অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা সামনের সারিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ তুলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। তিনি ফ্যাসিজম থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে রাজনীতি করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। পরে আওয়ামী লীগের দোসরদের উপস্থিতি থাকায় দুঃখ প্রকাশ করে তারসহকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com