স্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা।। বাতায়ন২৪ডটকম।।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দ্বীনি শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রাইট ড্রিম মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারস্থ ব্রাইট ড্রিম মডেল মাদরাসার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান।

ফ্যামিলি ড্রিম সোসাইটি ও ব্রাইট ড্রিম মডেল মাদরাসার সভাপতি মাওলানা মো. আব্দুর রাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ।
ফ্যামিলি ড্রিম সোসাইটির সেক্রেটারি সোলাইমান মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাদরাসার পরিচালক মো. রবিউল ইসলাম, সহকারী পরিচালক মো. আবু সোলাইমান, প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, ফ্যামিলি ড্রিম সোসাইটির সদস্য মো. ফিরোজ কবির, অভিভাবক মো. আবু ইউসুফ, মো. নুরুল ইসলাম ও মো. আজাদুল ইসলাম।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলেই শিক্ষার্থীরা নৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অপরিহার্য। এতে শিক্ষার্থীরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
শেষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। দিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ও স্থানীয় রংধনু শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পরে দোয়া পরিচালনা করেন ফ্যামিলি ড্রিম সোসাইটি ও ব্রাইট ড্রিম মডেল মাদরাসার সভাপতি মাওলানা মো. আব্দুর রাফি।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।