রংপুরে ডে-নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুনামেন্টের পুরস্কার বিতরণ (ভিডিও)

রংপুরে ডে-নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুনামেন্টের পুরস্কার বিতরণ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

“সন্ধানী সংঘ জুনিয়ারের আয়োজন করেন”

রংপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন সন্ধানী সংঘ জুনিয়ারের আয়োজনে এক দিনের আন্তঃ রংপুর ডে-নাইট শর্টসার্কেল ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শিক্ষা অফিস মাঠে রংপুর বিভিন্ন স্থান থেকে আসা ১৬টি দল অংশগ্রহন করেন।

নিউ ইঞ্জিয়িনার পাড়া সন্ধানী সংঘ জুনিয়ারের সভাপতি জাকারিয়া ইসলাম জীমের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

বিশেষ অতিথি ছিলেন মহানগন বিএনপির সিনিয়র সদস্য ও রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিকুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর লিঠন পারভেজ, সমাজসেবক আব্দুর রব রাঙ্গা, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির।

আমন্ত্রিত অতিথি সন্ধানী সংঘের সভাপতি রেজাউল কমির রেজা, সাধারণ সম্পাদক ফারহান উদ্দিন সাগর, ইঞ্জিনিয়ার সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্ধানী সংঘ জুনিয়ারের সাধারণ সম্পাদক নোমান হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সন্ধানী সংঘ জুনিয়রের সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ, আবির হায়দার, মুন্না, আবিদ হাসান, অলিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, তরুণরা হচ্ছে আগামীর ভবিষ্যত। তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাসহ সৃজনশীলতা বিকাশে আমাদেরকেই সুযোগ করে দিতে হবে। এজন্য খেলাধুলাসহ বিভিন্ন নৈতিক মূল্যবোধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে বেশি বেশি উৎসাহিত করতে হবে।

তবেই ওইসব মেধাবী তরুণরা বিভিন্ন ধরনের ক্ষতিকর নেশা থেকে দুরে থাকবে। স্থানীয়রা দীর্ঘদিন পরে ব্যাতিক্রমি ওই খেলা দেখতে এসে সব শ্রেণি পেশার দর্শকরা যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com