সংবাদ শিরোনাম :
মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: কাদের গনি চৌধুরী তারেক রহমান সই না করায়, ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া নিয়ে সংশয় জাতীয পাটির কো-চেয়ারম্যান মোস্তফার ১৯ মাস পর ঘরের মাঠে টাইগারদের সিরিজ জয় ইভিএম বাতিল, ‘না ভোট’ ফিরল : প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক “ফিরেদেখা” এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা শুক্রবার সৌম্য-সাইফের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৯৬ রান ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার এসপি ও ওসিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে পুলিশের এসআইয়ের স্ত্রীর মামলা
দুই যমজ শিশুকে হত্যার অভিযোগে বাবা-মা আটক

দুই যমজ শিশুকে হত্যার অভিযোগে বাবা-মা আটক

স্টাফ করেসপন্ডেন্ট মুন্সিগঞ্জ।। বাতায়ন২৪ডটকম।।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দি গ্রামে রাতে পানিতে ডুবিয়ে ৭ মাস বয়সী দুই যজম শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে বিবন্দীর একটি পুকুর থেকে লামিয়া ও সামিহা নামের ওই দুই শিশুকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার জন্য শিশুদুটির বাবা-মা একে অপরকে দায়ী করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকেই আটক করে থানায় নিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা থানা পুলিশের।

স্থানীয়রা জানান, বিবন্দী গ্রামের দিনমজুর সোহাগ শেখের (২৮) সঙ্গে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার (২৪) বিয়ে হয়। ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করেন। সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এর জেরে শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে গিয়ে থাকতেন। তবে সম্প্রতি তিনি স্বামীর বাড়িতে আসেন।

সবশেষ গতকাল (সোমবার) রাত ৮টার দিকে সোহাগের ঘর থেকে হট্টোগোলের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে জানতে পারেন, বেশ কিছুক্ষণ আগে লামিয়া ও সামিহাকে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়ছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে শিশুদুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ছুটে যান সোহাগও। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাতায়ন ২৪ ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com