সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগ কে নিষিদ্ধের ঘোষণায় রংপুরে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ  সুন্দর সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চা বিশেষ প্রয়োজন: বেরোবি ভিসি ড. মোঃ শওকত আলী পীরগঞ্জ পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে? সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী সচিবালয়, যমুনা ও আশপাশে সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা, বাদ গেল শাহবাগ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত চুয়াডাঙ্গায় তাপমাত্রা পৌঁছল ৪২ ডিগ্রিতে, হিটস্ট্রোকে একজনের মৃত্যু নীলফামারীতে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা গ্রেফতার
সুন্দর সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চা বিশেষ প্রয়োজন: বেরোবি ভিসি ড. মোঃ শওকত আলী

সুন্দর সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চা বিশেষ প্রয়োজন: বেরোবি ভিসি ড. মোঃ শওকত আলী

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;

 

শরিফুল ইসলাম স্পেশাল করসপন্ডেট।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী, গুনিজন  সংবধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান

আজ শনিবার ১০ মে বিকাল সন্ধ্যায় রংপুর অডিটোরিয়াম  হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ শওকত আলী ভাইস চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়।

প্রধান অতিথি  বলেন, সুন্দর সমাজ বিনিমানে সাহিত্য চচা বিশেষ প্রয়োজন।
আমরা এই সাহিত্যের কাজগুলো কয়জন করি।

অর্থ অভাবে এই সকল সংগঠনের কাযক্রম থেমে যাচ্ছে। এই সকল পরিবেশ থেকে বাংলাদেশ তথা বিশ্বের ভেতর পরিচিতি লাভ করা খুবই দরকার।

সৌরভ আবৃতি কাল হিসেবে বলেন এই ধরনের মানুষের তুলে ধরতে রংপুরবাসী আরো এগিয়ে যাই সকলকে উদ্বুদ্ধ করি।

বই পড়ার মাধ্যমে আমরা সুস্থ্য সমাজ গড়ি।প্রত্যেক মানুষের বই পড়ার জন্য অভ্যাস গড়ে তুলি। আগে মানুষ বই ক্রয় করার অভ্যাস একটা বেশি ছিল এই ডিজিটাল যুগে বই পড়া ভুলে গেছি।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় রংপুর সাহিত্য একাডেমি’র মুখপত্র মাটি বইটির মোড়ক উন্মোচন করা হয়।

পরে গুনি শিল্পী ও সাহিত্যেক ব্যাক্তিত্বদের ক্রেষ্ট প্রদান করা হয়।
এতে আমন্ত্রিত  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোস্তাফিজুর রহমান অধ্যক্ষ  কারমাইকেল কলেজ, রংপুর আঃ রহিম আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর,আখতারুজ্জান সাজু অধ্যক্ষ  মাহিগঞ্জ কলেজ,আরিফউজ্জামান কালচারাল অফিসার রংপুর, মাহমুদুন নবী ডলার সভাপতি সাংস্কৃতিক এক্য পরিষদ রংপুর, সরকার মাজাহারুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর  সাহিত্য একাডেমীর সভাপতি হাই হাফিজ।
শেষে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাতায়ন২৪ডটকম/ শরিফুল

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com