সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে সর্বসম্মতিক্রমে গঠিত সম্মিলিত প্রেসক্লাবকে চ্যালেঞ্জ করে সাংবাদিকদের একটি অংশের বৈঠক প্রতিহত করেছে ছাত্রজনতা।
সোমবার (১৭ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের থানা রোডস্থ কথিত উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার সকল প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে সম্মিলিত প্রেসক্লাব গঠন করা হয়। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি ও উপজেলা সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ। তিনি সম্মিলিত প্রেসক্লাবকে উপেক্ষা করে কয়েকজন সাংবাদিককে নিয়ে একটি সভার আয়োজন করেন।
বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রজনতা সভাটিকে ‘অবৈধ’ দাবি করে সেখানে বাধা দেয় এবং বৈঠকটি বন্ধ করে দেয়।
এ প্রসঙ্গে উপজেলার কয়েকজন সিনিয়র সাংবাদিক জানান, সুন্দরগঞ্জে সকল প্রেসক্লাবকে একীভূত করে সম্মিলিত প্রেসক্লাব গঠনের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের ঐক্য বজায় রাখা ও পেশাদারিত্ব নিশ্চিত করা। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে এ সিদ্ধান্তকে উপেক্ষা করে আলাদা বৈঠকের আয়োজন করেন, যা সাংবাদিকতা পেশার জন্য ক্ষতিকর।
তারা আরও বলেন, সম্মিলিত প্রেসক্লাবের বাইরে গিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি স্বতন্ত্রভাবে সংগঠন পরিচালনা করতে চায়, তাহলে তা বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সাংবাদিকদের ঐক্যে ফাটল ধরাবে। এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।