বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপন্ডেট
রংপুরে কবরস্থান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া পাকা রাস্তাসংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদের নেতৃত্বে উপজেলার আরাজী নিয়ামত মৌলভীবাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো ট্রাভেল ব্যাগে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম